বিজয়ী জিতুকে সহযোগিতার প্রতিশ্রুতি হেরে যাওয়া শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বড় সাফল্য পেয়েছে। ২৫টি পদের মধ্যে ২০টিতে বিজয় ছিনিয়ে নিয়েছেন তারা। তবে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন শিবিরের প্রার্থী আরিফ উল্লাহ। তবুও তিনি নির্বাচিত সহকর্মীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় সাংবাদিকদের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি এবং ২০ জন ভাই বিজয়ী হয়েছেন। এটি আমাদের জন্য গৌরবের মুহূর্ত। আল্লাহ তায়ালা আমাকে নির্বাচিত করেননি, হয়তো আমার জন্য তিনি আরও ভালো কিছু রেখেছেন। আমি নিজে ভিপি পদে নির্বাচিত না হলেও, বিজয়ী আব্দুর রশিদ জিতু ভাইকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমার দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে তার পাশে থাকব- ইনশাআল্লাহ।

আরিফ উল্লাহ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বহুবার শিবিরকর্মীরা হত্যার শিকার হলেও তার বিচার হয়নি। অথচ অতিথি পাখি হত্যার বিচারের নজির আছে। তবুও শিবির কর্মীরা আন্দোলন, ত্যাগ ও আত্মাহুতির মাধ্যমে এগিয়ে এসেছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া কর্মীদের স্মরণ করে তিনি বলেন, অনেক ভাই চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাদের কষ্ট সহজ করে দেন এবং ত্যাগ কবুল করেন।

নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আল্লাহ তাদের দায়িত্ব সহজ করে দিন। তারা যেন দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং মতভেদের কারণে শিক্ষার্থীদের ক্ষতি না করেন। বরং তারা যেন বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করেন।

তিনি আরও বলেন, আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, সংস্কৃতি চর্চা করতে পারবে, মত প্রকাশ করতে পারবে। কেউ কাউকে বাধা দেবে না। নির্বাচিত প্রতিনিধিরা এই পরিবেশ নিশ্চিত করবেন- এটাই আমাদের প্রত্যাশা।

জাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর নির্বাচন হয়নি। আমরা চাই, নির্বাচিতরা ভবিষ্যতে প্রতি বছর নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠিত করবে। নির্বাচনের ব্যবস্থাপনায় কিছু ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে আশা প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচনে এ ধরনের সমস্যা থাকবে না।

সবশেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা দিন-রাত পরিশ্রম করেছেন। আমাদের ভালো দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন, আবার যদি কোনো ভুল থাকে সেটাও জানাবেন। মানুষ ভুল করতেই পারে, কিন্তু আমরা সমালোচনা থেকে শিক্ষা নেব এবং ভুল শুধরে নেব- ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *