কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, সিসি ক্যামেরা চুরি

ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা । প্রতিমা ভাঙচুরের পর ঘটনাস্থল থেকে একটি নজরদারি ক্যামেরাও নিয়ে গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং হালকা বৃষ্টি হচ্ছিল। সেই সুযোগে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি আরও জানান, সামনে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমার মাটির কাজ শেষ হয়ে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, কার্তিক ও সরস্বতীসহ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সেখানে থাকা একটি আইপি ক্যামেরাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা যায়নি। মন্দির কমিটি মামলা দিতে চাইছে না, তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব উপস্থিত রয়েছে। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *