রংপুরকে হারিয়ে বিশেষ বোনাস পেল রাজশাহী ওয়ারিয়র্স

এবারের বিপিএলে শুরু থেকেই শক্তিশালী ও পরিপক্ব দল হিসেবে নিজেদের আলাদা করে তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেই তার প্রমাণ দিয়েছে দলটি। আর সর্বশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে সুপার ওভারে পাওয়া রোমাঞ্চকর জয়ের পর পুরো দলকে আরও উজ্জীবিত করতে বিশেষ বোনাস ঘোষণা করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের বিপক্ষে দারুণ জয়ের স্বীকৃতি হিসেবে দলের প্রতিটি সদস্যকে বোনাস দেওয়া হবে। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ—সবার জন্যই নির্ধারিত হয়েছে ১৫ হাজার টাকা করে পুরস্কার।

তবে এখানেই শেষ নয়। ম্যাচসেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রিপন মণ্ডল পাবেন ১ লাখ টাকা, আর চোখে পড়ার মতো পারফরম্যান্সের কারণে এসএম মেহরব হাসান ও সাহিবজাদা ফারহানকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

উল্লেখ্য, নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৫৯ রান করে ম্যাচ টাই করলে সিদ্ধান্ত গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে রংপুর তুলতে পারে মাত্র ৬ রান, আর জবাবে মাত্র তিন বলেই লক্ষ্য পূরণ করে জয় ছিনিয়ে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *