ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম বিসিবির অস্বীকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে টাইগাররা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি বিসিবির নিরাপত্তা উদ্বেগকে গ্রহণ করেনি। আইসিসির মূল্যায়ন অনুযায়ী, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কোনো দৃশ্যমান নিরাপত্তা ঝুঁকি নেই। ফলে ম্যাচ স্থানান্তরের দাবি আপাতত ধোপে টেকেনি।

তবে ইএসপিএনক্রিকইনফো বলছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার কথা অস্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, আগামী শনিবারের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের এই নজিরবিহীন টানাপোড়েনের মূলে রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনা। ভারত-বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিসিসিআই-এর নির্দেশে গত ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বিসিবি নিরাপত্তা সংকটের অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দেয়। প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচারও স্থগিত করে।

আইসিসি তাদের সিদ্ধান্তে অটল থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা, আর নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *