বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে উত্তাপ দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের কেউ। বিসিবিও তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির কাছে মেইলও করেছিল বিসিবি। দু-তিন দিনেও সেই মেইলের জবাব আসেনি। তবে আজ জানা যায়, আইসিসির তরফ থেকে বিসিবিকে মেইলের জবাব দেওয়া হয়েছে। বিসিবির এক বোর্ড পরিচালক গণমাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফিরতি মেইলে আইসিসি বিসিবির কাছে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই সেই মেইলের জবাব দেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ দাবি করছে বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিসি জানিয়েছে, বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই।

এর আগে ৪ জানুয়ারির জরুরি বোর্ডসভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছিল, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। একই সঙ্গে এই ইস্যুতে বাংলাদেশের আইপিএল সম্প্রচারও নিষেধাজ্ঞা করা হয়। সব মিলিয়ে বর্তমানে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক বেশ উত্তপ্ত সময় পার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *