‘সরকার আমাদের টাকা দেয় না, সরকারকে আমরা ট্যাক্স দিই’

ক্রিকেটারদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ হারিয়েছেন এম নাজমুল ইসলাম। তবে তাতেও মাঠে ফেরেননি ক্রিকেটাররা, ফলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধের ঘোষণা দিয়েছে বিসিবি।

আন্দোলনে যুক্ত ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, অভিভাবকসুলভ জায়গা থেকে একজন বোর্ড পরিচালকের মুখে এমন কথা মোটেও প্রত্যাশিত নয়। খেলা হচ্ছে বলেই বিসিবি আজকের জায়গায় পৌঁছেছে।

বৃহস্পতিবার কোয়াবের এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমরা সবসময় বলি, বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক।

ক্রিকেটারদের বেতন ও বিসিবির আয় নিয়ে মিরাজ বলেন, ‘অনেক সময় আমরা খারাপ খেললে বলা হয়, আমাদের টাকায়ই তো আপনারা চলেন। আমরা টাকা দিই বলেই তো মাঠে খেলছেন। জিনিসটা এ রকম না। আমরা যে টাকাটা আয় করি, এর বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকে আসে। আজকে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, সেখানে জাতীয় দলকে প্রথম থেকে আজ পর্যন্ত যারা প্রতিনিধিত্ব করেছে, তাদের সবার একটা অংশ আছে।

তিনি আরও বলেন, ‘আমরা মনে হয় সবচেয়ে বেশি কর দিই। ২৫-৩০ শতাংশ কর দিই। এর অর্থ আমরা সরকারকে দিই। অনেকের ধারণা আছে সরকার থেকে মনে হয় টাকা দেয়, আসলে ব্যাপারটা এমন নয়। এই জিনিসটা হয়তো পরিষ্কার করা হয় না, ভুল বোঝানো হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *