রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি

  • সকাল ১১টা : ফরেন সার্ভিস একাডেমিতে “জুলাই জাতীয় সনদ ২০২৫” বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

  • বিকাল ৩টা ৩০ মিনিট : রমনা কালিমন্দির পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিএনপির কর্মসূচি

  • সকাল ১১টা ৩০ মিনিট : ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্য।
  • বিকাল ৪টা ৩০ মিনিট : রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল।

গণসমাবেশ

  • বিকাল ৪টা : আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার সম্মুখে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-৭ আসনের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।

গণ অধিকার পরিষদের কর্মসূচি

  • বিকাল ৪টা ৩০ মিনিট : জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। দলটির সভাপতি নুরুল হক নুর ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *